পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে কর্মরত পুলিশ পরিদর্শক ফকরুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) পঞ্চগড় জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফখরুল ইসলাম পঞ্চগড় জেলা হতে রেলওয়ে পুলিশে বদলী হওয়ায় পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম- বার।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড়
সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।