পঞ্চগড় জেলা প্রতিনিধি: মোঃ খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে এসএম শফিকুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত) , আটোয়ারী থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
রবিবার (৭ জুলাই) আটোয়ারী থানা বার্ষিক পরিদর্শন করেন পঞ্চগড় সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পঞ্চগড়, এস. এম. শফিকুল ইসলাম। তিনি আটোয়ারী থানায় পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, আটোয়ারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিয়া সে সময়ে ফুলেল শুভেচ্ছা শেষে অফিসার ইনচার্জ সাহেবের নের্তৃত্বে আটোয়ারী থানার অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকষ দল অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়কে সালামী প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় পরিদর্শনের সময় থানা অফিসে রক্ষিত বিভিন্ন রেজিস্টারের হালনাগাদ তদারকি করেন, থানা মালখানা, হজতখানা, ব্যারাক পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আটোয়ারী থানা
ইনচার্জ মোঃ মুসা মিয়া সহ থানার সকল পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ।