শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃতের মধ্যে একজনের বাড়ি শিবগঞ্জে। নাম অলক(৩৫)।
সে উপজেলার আটমূল ইউনিয়নের কুলুপাড়া গ্রামের মৃতঃ নরেন্দ্র নাথ দাসের ছেলে। সোমবার দুপুর ১২ টায় শিবগঞ্জ উপজেলার চিকাদহ বানাইল শ্মশানে তার সতকার সম্পন্ন হয়।
এর আগে গত রোববার(০৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়ার ইস্কান মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার পর শহরের সেউজগাড়ী আমতলা মোড় উএলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলক এর ভাতিজা বিশাল কুমার জানায়,তার চাচা ২ বছর পূর্বে সৌদিআরব থেকে এসে বগুড়াতে অনলাইন ফ্রিল্যান্সিং এর ব্যবসা করতেন।
শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণত সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন,নিহত আলকের ১ ছেলা ও ১ মেয়ে রয়েছে। সে বগুড়ায় ভাড়া বাসা নিয়ে থকতো এবং ইস্কানের সাথে যুক্ত ছিলো।