হৃদয় হাসান (স্টাফ রিপোর্টার যশোর)
র্যাব -৬ যশোর ক্যাম্পের একটি আভিধানিক দল কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ রেজাউলকে গ্রেফতার করে।
মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ রেজাউল ইসলাম (৫০) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গতকাল ৭ জুলাই ২৪ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর গোয়েন্দা নজর দারি বৃদ্ধি করে।
যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল ইসলাম যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জামতলা ভেকুটিয়া এলাকায় অবস্থান করছে।
এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ০৮ জুলাই ৬ টা ৩৫ মিনিটের সময় উক্ত এলাকায় অভিযান চালিয়ে মৃত ইদ্রিস আলী শেখের পুত্র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল ইসলামকে ভেকুটিয়া থেকে গ্রেফতার করে।
কোতয়ালী থানা সুত্রে আরও জানা যায়,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউলের বিরুদ্ধে আরও ১০ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।