নুরুল ইসলাম সবুজ
আমাদের দেশ এগিয়ে যাচ্ছে মানুষের জীবন যাত্রার মান শিক্ষার হার অর্থনৈতিক সূচক বা অবকাঠামোগত উন্নয়নের সাথে তাছাড়াও
তার সাথে মানুষের মন মানসিকতার ও উন্নয়ন হয়েছে। লোহাগাড়া উপজেলার পুর্ব কলাউজান রাজবিহারীর টেক থেকে বদলাপাড়া পর্যন্ত টানা ৪/৫ দিন বর্ষণের ফলে ক্ষতিগ্রর্স্থ রাস্তা ভাঙ্গনে জনগণের দুর্ভোগ নিরশনে ইট আর বালি দিয়ে রাস্তা সংস্করণে গতকাল ০৬-০৭-২০২৪ তারিখে রাতের বেলায় কাজ করে যাচ্ছেন অত্র এলাকার জনপ্রতিনিধি শ্রদ্ধেয় মাহমুদুল হক তিনি হলেন২০০৪সাল থেকে পর্যায়ক্রমে ২০২২ পর্যন্ত টানা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন,বর্তমানে কলাউজান ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী,বহুবার বিএনপি-জামাতের দ্ধারা বারবার হামলার স্বীকার হয়েছেন,ওনি প্রতিটি নির্বাচনে নৌকার পক্ষে নিরলস ভূমিকা পালন করেছেন,,,,,গত ২বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন,ওনি জনগণের দুঃখ দুদর্শায় সবসময় পাশে এসে দাড়িয়েছেন এককথায় তিনি একজন মহৎ মনের অধিকারী বললেই চলে।