আলমডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গায় বুড়ি খাতুন ( ৬০) নামের পাঁচ সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
৮জুলাই সোমবার দুপুর ২:৩০ মিনিটের সময় নিজ বাসা আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন ক্যানেল পাড়াতে তিনি আত্মহত্যা করেন।
প্রতিবেশী সুত্রে জানা যায়, আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন ক্যানেল পাড়া মৃত মতিয়ার রহমানের স্ত্রী বুড়ি পাঁচ সন্তানের জননী। দুই ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়েছিল। সেই ঋণের কিস্তি না দিতে পারায় ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করছে ।
উল্লেখ্য যে বুড়ি খাতুনের পাঁচটা ছেলে সন্তানের ভেতর দুইজন বিদেশে থাকে ও দুইজন রাজমিস্তিরি কাজ করে এবং ছোট ছেলে পড়াশুনা করে | বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের টাকা তুলে ছেলেদের বিদেশে পাঠায়। এমতঅবস্থায় একটি ছেলে বিদেশে কোন কাজ না পাওয়াতে ঋনে জর্জারিত হয়ে টাকা পরিশোধ করতে না পারায় এমন পথ বেছে নিতে পারে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ সাংবাদিকদের জানাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এর সাথে কোন ব্যক্তি জড়িত আছে কিনা আসল তথ্য বেরিয়ে আসবে ।