ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে সাদিয়া (৫) নামে এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের তুলা গাছিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শিশু সাদিয়া উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আব্দুল ভাসানী আবাসনের বাসিন্দা নুর নবীর মেয়ে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ফুফুর বাড়ি থেকে আসার পথে হঠাৎ অটোরিক্সা থেকে ছিটকে সড়কে পড়ে যায় সাদিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু সাদিয়ার অকাল মুত্যতে পরিবারে চলছে শোকের মাতম।
এ ঘটনায় শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ম.এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবার ও রিক্সাচালক আত্মীয় ও প্রতিবেশী। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।