সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালক(অনূর্ধ্ব-১৭)২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০৮জুলাই বিকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালি নগর মাঠে উপজেলার প্রশাসন আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনূর্ধ্ব-১৭)২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায়-রায়পুরা উপজেলায় আমিরগঞ্জ ইউনিয়নকে ০২/০০ গোলে পরাজিত করে অলিপুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসান এর সভাপতিত্বে ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন ভূইয়া মাসুদ,আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম ফারুক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন হতে অগত দর্শকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।