দীপংকর মল্লিক
বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে এর প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি সম্প্রদায়গুলোর ১১টি সংগঠন।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বিভিন্ন এলাকার ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষরা ব্যানার-ফেস্টুন নিয়ে এই মানববন্ধনে অংশ নেন।
এতে বক্তব্য রাখেন হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হ্লাথোয়াইলী মারমা, দুর্নীতি দমন কমিটির সভাপতি অংচমং মারমা, ছাত্রনেতা মংসিং মারমা ও বিরলাল তঞ্চঙ্গ্যা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯০০ সালের শাসনবিধি পার্বত্য চট্টগ্রামের প্রশাসন সংক্রান্ত প্রধান আইনি দলিল হিসেবে পরিচিত। যা পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা, সম্পদ সংরক্ষণ, শাসনবিধি, কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণসহ পাহাড়ি সম্প্রদায়ের প্রজন্মগত চর্চার অংশ হয়ে আছে। বর্তমানে ১৯০০ সালের এই শাসন বিধি বাতিলের ষড়যন্ত্র চলছে।
বক্তারা পাহাড়ি সম্প্রদায়ের অবস্থার কথা চিন্তা করে ১৯০০ সালের শাসনবিধি বলবৎ রাখার দাবি জানান সরকারের কাছে।