জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সরঞ্জাম ও খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপকূলীয় জনগণের শিক্ষা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন ও বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমে সেন্টমার্টিন বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজের সর্বমোট ৩৮৪ জন শিক্ষার্থীদের মাঝে বলপেন, পেন্সিল, সাদা খাতাসহ অন্যান্য শিক্ষা সরঞ্জাম ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেঃ সিফাত খালিদ সিমন, (এক্স), বিএন উপস্থিত ছিলেন।