মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি
৯ ই জুলাই ২০২৪ইং মঙ্গলবার,
মোহাম্মদ উজ্জল এর করা মামলায় বর্তমানে জেল হাজাতে রয়েছে মোঃ আব্দুল মোতালেব পিতা মৃত লোকমান আব্দুর রশিদ এর ৬ মাস সাজা হয় । কিন্তু কিভাবে জামিন ফেলো ভুক্তভোগী শাহিনার পরিবারের প্রশ্ন বিজ্ঞ আদালতের কাছে তার আগে ও আরো তিন জন আসামী কি করে বেকসুর খালাস পায়। প্রশ্ন থেকেই গেল এমন যদি হয় আইন আদালতের প্রতি জনগণের আস্থাই থাকবেনা। এমত অবস্থায় গত কিছুদিন আগে আব্দুর রশিদ জামিন এ আসেন আসার পর থেকে এ ভুক্তভোগী শাহিনার পরিবারের সবাইকে হুমকি ধমকি দিয়ে আসছে এবং প্রাণ নাশের হুমকিও দিচ্ছে। ভুক্তভোগী শাহিনার বাড়িঘর ও দোকানপাট দখলে নেওয়ার ও হুমকি দিচ্ছে। শাহিনার পুরো ফ্যামিলি আতঙ্কের মাঝে দিন রাত কাটছে। শাহিনা বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আবারো আইনি ব্যবস্থা নেব।
আমি এলাকার পঞ্চায়েতের কাছে বিচার পাই না। যদি আমার ফ্যামিলির কারো কোন ক্ষয়ক্ষতি হয় তাহলে উল্লেখিত কাউকে ছাড় দেবো না।এমনিতে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর কি লিখবো লেখার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি ভুক্তভোগী শাহিনা আক্তার সেলসারদী বন্দর দালাল বাড়ী।