শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
যথাযথ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বগুড়া পুলিশ লাইন্স থেকে বিদায় নিয়ে ঢাকায় নতুন কর্মস্হলের উদ্দেশ্যে যাত্রা করেন।
১০জুলাই(বুধবার) সকাল ১০টার দিকে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে চিরাচরিত নিয়মে ফুলের রশি টেনে বগুড়ার পুলিশ লাইন্স থেকে জেলার নন্দিত পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,
পিপিএমকে বিদায় জানানো হয়।নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নিয়ে নতুন কর্ম স্হল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি।
বিদায়ী পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম ছিলেন অসাধারণ নেতৃত্বগুণ সম্পন্না দক্ষ ও পেশাদার কর্মকর্তা।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।