1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতনের সর্বোচ্চ ৫ বছরের জেল ও ১ লক্ষ টাকা অর্থদন্ড দিনাজপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী৷ পালিত ফেইসবুক নেশা ‎শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের গৌরবময় সাফল্য দৈনিক আমারদেশের নির্বাহী সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ ঝালকাঠির রাজাপুরে “সাইডো” পেলো জেলায় সফল যুব সংগঠন সম্মাননা দুমকী উপজেলায়, চরগরবদি- বগা ফেরিঘাটের লিজ বাতিলের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট নিউইয়র্কে ‘বাংলাদেশ হিউমান রাইটস ওয়াচ ইউএসএ’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বান্দরবানে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

 

মো: মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৃধবার সকাল ১১ ঘটিকার সময় সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এর সভাপতিত্বে ও ডাঃ শাফিয়ে আলম তুলতুল এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-এ-এলাহী।

সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বাপন,গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রধান, জুয়েনা আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রেজাউল করিম ভূইয়া, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান, এনজিও প্রতিনিধি বাদল বেঞ্জামিন প্রমুখ।

সভায় অনুষ্ঠানের সভাপতি সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে ছিলাম, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ৫০ শয্যার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩শ শয্যায় উন্নীত করার জন্য আমি সংসদে বলেছি। ডিজিটাল স্বাস্থ্য কার্ড দ্রুত সময়ের মধ্যে প্রদানের প্রয়োজণীয় ব্যবস্থা নিতে বলেন। তিনি আরোও বলেন, কালীগঞ্জবাসী যেন হাসপাতালে এসে আরো ভালো চিকিৎসা নিতে পারে, সে ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো পর্যায়ক্রমে অগ্রাধীকার ভিত্তিতে দ্রুত সমাধান করা হবে।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সবুজ হাওলাদার ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী এটিএম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি