নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
৯ জুলাই মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেলের তত্বাবধানে, নান্দাইল মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এর দিক নির্দেশনায় এসআই মোঃ সুজন মিয়া নেতৃত্বে এসআই হামিদুর রহমান কাশেম, এসআই মোঃ সম্রাট মিয়া, এএসআই মোঃ জুয়েল মিয়া, এএসআই মোঃ সাইফুল ইসলাম-২ এবং সঙ্গীয় ফোর্সসহ গত মধ্য রাত হতে অভিযান শুরু করেন আজ দুপুর পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়। এসআই সুজন মিয়া দক্ষতা সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নান্দাইল মডেল থানার মামলা নং-১২(৭)২০২৪ এর আলামত চুরি যাওয়া অটোরিকশার মূল্যবান পার্টস উদ্ধার, ০৩ জন চোর এবং মাদক মামলার ২ জনসহ মোট ০৫ জন আসামি গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।