মোঃ আব্দুল হাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাইয়ে শোক র্যালী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (০১ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই র্যালী ।
কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের পাঁচ ইউনিয়ন, এক পৌরসভার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালীতে যোগ দেয়।
শোক র্যালী শেষে তাৎক্ষণিক বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনীষ চৌধূরী।