মিলন হেমব্রম, নিজস্ব প্রতিবেদকঃ
শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে, ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ৩ দিনব্যাপি ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেন । উক্ত প্রশিক্ষলণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২০ জন ইমাম , কাজী ও হিন্দু ধর্মের ধর্ম গুরুগন অংশগ্রহন করেন । প্রশিক্ষণ প্রোগ্রামে সমন্বয় করেন মি: উত্তম মণ্ডল, প্রোগ্রাম অফিসার এসবিসি প্রকল্প, চাঁপাইনবানগঞ্জ। ৩ দিনের প্রশিক্ষণে বক্তা হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাসরিন আক্তার, অফিসার-ইন-চার্জ সদর মডেল থানা, চাঁপাইনবানগঞ্জ, মো: মেহেদী হাসান ও ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা ,মুফতী মাওলানা হানিফ মো: আব্দুল কাদের। উক্ত প্রশিক্ষণ থেকে অংশ গ্রহন বাল্যবিবাহ বন্ধে জন অংশমুলক কর্মপরিকল্পনা গ্রহন করেন ।