মিলন হেমব্রম, নিজস্ব প্রতিবেদকঃ
আমনুরা লুথারেন মিশন হাসপাতালে দাঁত ও মুখের চিকিৎসার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের অন্যান্য সেবার অধীনে ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার আমনুরায়- আমনুরা লুথারেন মিশন হাসপাতালের ব্যবস্থাপনা ও এনএজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন ফিতা কেটে এই ডেন্টাল ইউনিটের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এই ডেন্টাল ইউনিটে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দাঁত ও মুখের নানা চিকিৎসা সেবা প্রদান করা হবে । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওরাল হাউজিন ইন্সট্রাকশন, স্কেলিং, পলিশিং,রুট ক্যানেল ট্রিটমেন্ট, আকেল দাঁত তোলা, অ্যাবসেস ড্রেইনেজ, এসথেটিক ফিলিং, ইমপ্লাটমেন্টসহ নানা চিকিসা সেবা।
উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা সদরের প্রাচীন প্রতিষ্ঠান এই আমনুরা মিশন এবং আমনুরা মিশন তৎকালীন বাংলাদেশ স্বাধীন পূর্ব সময় হতে অত্র এলাকার গরীব-দুঃখী মানুষের বিভিন্ন সেবা দিয়ে আসছে এবং এই প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করার লক্ষ্যে আমনুরা মিশন ক্লিনিক প্রতিষ্ঠা করে যা নিকটতম সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হতে ১০ শয্যা বিশিষ্ট আমনুরা লুথারেন মিশন হাসপাতাল নামে একটি নিবন্ধিত হাসপাতাল হিসাবে অত্র এলাকায় স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
ডেন্টাল ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালে সিনিয়র ডাক্তার সুভাষ চন্দ্র সরকার, ডা. অর্পনা মুরমু, ম্যানেজার মারকুস মুরমু, বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) ট্রাস্টে বোর্ড সেক্রেটারী ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর সভাপতি হিঙ্গু মুরমু, এনএজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম, রেভা. সুবাস বাস্কে সহ অন্যান্য স্টাফবৃন্দ।