মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার।
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ৩১ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌর মেয়র,নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মো. জুয়েল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ , সাংবাদিক শাহীন আহমেদ, মৎস্যচাষী, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ এস এম কাইয়ুম প্রমুখ। এসময় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য খামারী এ,এস,এম,কাইয়ুম ও জাহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুর মাছের পোনা অবমুক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও প্রেস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।