লিমা আক্তার,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় অভিনব কৌশলে যুথি আক্তার নামে এক যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে বন্ধুদের সহযোগিতায় বাড়িতে থেকে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল নাছির
নামে এক যুবকের উপর । এ ঘটনায় ভুক্তভোগী যুথি আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগারা এলাকার সালাম মিয়ার মেয়ে যুথি আক্তার(২৩)’র সাথে ডাকাতিয়া(মাষ্টারবাড়ী) এলাকার কুদ্দুস মিয়ার ছেলে নাজমুল নাছির(২৬)’র দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালে যুথির পরিবার যুথিকে অন্যত্র বিয়ে দিলে নাজমুল নাছির যুথির স্বামীর ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন ধরনের কথা বলতো এক পর্যায়ে নাজমুল নাছিরের অত্যাচারে যুথিকে কারন স্বামী তালাক দিলে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলো। এক পর্যায়ে যুথি নাজমুল নাছিরকে বিয়ের জন্য চাপ দেওয়ায়৷ শুক্রবার(১২ জুলাই ২০২৪) সন্ধায় নাজমুল নাছির তার বন্ধু সাব্বির(৩০), পারভেজ (২৭),হৃদয় (২৮), হুমায়ুন কবির (৩৪)দের সহযোগিতায় বাড়ী থেকে তুলে আঙ্গারগারা খিলচালা বাগানে নিয়ে যুথির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নাজমুল নাসির এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।