বোরহান উদ্দিন জেনিফ নান্দাইলঃ
ময়মনসিংহ নান্দাইলে মাননীয় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপির সঙ্গে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – মাননীয় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি মহোদয়।
তিনি তার বক্তব্যে বলেন, নান্দাইল পৌরসভা ও নান্দাইল উপজেলা পরিষদকে মডেল হিসেবে গড়ে তুলার সকল প্রকার কার্যক্রম গ্রহন করা হবে।ইতিমধ্যে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে।সকলের সহযোগীতা পেলে ময়মনসিংহ ৯ নান্দাইল এলাকায় সকল প্রকার উন্নয়ন কাজ করা সম্ভব বলে তিনি মনে করেন।নান্দাইল এলাকায় মাদক মুক্ত, চুরি, ছিনতাই, ডাকাতি রাহাজানি থেকে মুক্ত রাখার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ওয়াহিদা হোসেন রুপা,
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আব্দুল মজিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম তামান্না, নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া, গাংগাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন, রাজগাতি ইউপি চেয়ারম্যান ইফতেকার মমতাজ খোকন, মুশুলী ইউপি চেয়ারম্যান ইফতিকার উদ্দিন ভুইয়া বিপ্লব, সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভুইয়া মিল্টন,মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান তাসলিমা আক্তার।
এসময় উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন।