সভাপতি বাবুল , সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ অদ্য ২/৮/২৪ ইং শুক্রবার নরসিংদী বিকেলে নরসিংদীর জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পুর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে সংগঠনের কার্যালয় নরসিংদী বাজার নিমতলায় অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের নির্বাচন কমিশনাবৃন্দ এডভোকেট শাহ আলম , সোনিয়া দেওয়ান এলএলবি
ও আবুল কাশেম সরকার
আগামী তিন ( ৩ ) বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
সভাপতি মাসুদ রানা বাবুল ( ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত ) , সিনিয়র সহ-সভাপতি জি এম মতিউর রহমান শাহ্ চিশতী ( সংবাদ ) , সহ-সভাপতি হারুনু অর রশিদ ( যে যে টিভি ) , আলমগীর হোসেন ( যুগ যুগান্তর ) , মোঃ কামাল হোসেন প্রধান ( News Report) , সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন ( একুশে নিউজ ) , সহ-সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম রনি ( সাপ্তাহিক মশাল ) , অর্থ সম্পাদক কামাল উদ্দিন সরকার ( নরসিংদীর সংবাদ ) ,
দপ্তর সম্পাদক রাসেল মোল্লা ( রূপসী বাংলা টিভি ) ,
প্রচার সম্পাদক তাজুল ইসলাম ( যায় যায় দিন ) ,
ইতি খানম , লামিয়া সরকার বর্ষা ( দুর্নীতির খবর 24 ডটকম ) ,
সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকারিয়া ( নরসিংদীর সংবাদ ) , নাজমুল হক , ফাহিমা , সোনিয়া জাহান ,
কার্যনির্বাহী সদস্যঃ- শাহীন সরকার , তোফায়েল আহমেদ , মানিক মোল্লা , বিপ্লব , কাজল।
বিঃদ্রঃ- আগামী ৯ আগস্ট ২০২৪ ইং রোজ শুক্রবার নরসিংদী সদর প্রেসক্লাব প্রাঙ্গনে অভিষেক অনুষ্ঠিত হবে।