মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে চাচা হেলাল,ভাই রানা ও ভাতিজা আকাশ নামের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের কাছে অভিযোগ ও স্থানীয়রা জানায়, গত ২৬/০৭/২০২৪ ইং রোজ শুক্রবার বেলা ১২টার দিকে কোন কারণ ছাড়াই ভাতিজাকে মারধর করেন। সেই সূত্র ধরে গত ৩০/০৭/২০২৪ ইং রোজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ভাতিজা আকাশ চর-ভাঙ্গুড়া ওয়াবদা সংলগ্ন সরকারি গাছের পাতা কাটতে গেলে বিবাদী ১। মোঃ শিহাব উদ্দিন (২০) পিতাঃ মোঃ মওলা মোল্লা, ২। মোঃ হাকিম আলী (১৮) পিতাঃ মোঃ মানিক হোসেন.৩।মোঃ রাজু হোসেন (২৫) ও মোঃ বাবু হোসেন (৩০) উভয় পিতাঃ মোঃ আব্দুল খালেক ৫। মোঃ জসিম উদ্দিন (২০) পিতাঃ মোঃ বেল্লাল হোসেন, ৬। মোঃ খাইরুল ইসলাম ও মোঃ মানিক মোল্লা (৪০),৮। মোঃ আব্দুল খালেক (৫০), ৯। মোঃ গোলাম মওলা (৪৫), ১০। মোঃ আবু তালেব(৫৫) উভয় পিতাঃ মৃত ওসমান মোল্লা। মানিকের নেতৃত্বে
তারা ১২ জন বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় তার চাচা রানা ও ভাই হেলাল ভাতিজা আকাশকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে মোঃ মাহবুল আলম নামের একজন ১১ জনকে আসামী করে ভাঙ্গুড়া থানায় অভিযোগ করেছেন।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।