৫ই আগস্ট সোমবার, ঠিক দুপুর দুটোয়, কলকাতা রানী রাসমণি রোডের সংযোগস্থলে, এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির উদ্যোগে, সর্বহারা মহান নেতা ও প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ ৪০ তম এর প্রয়াণ দিবস পালিত হল এবং এই উপলক্ষে একটি সমাবেশ করলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও কমরেড প্রভাস ঘোষ।। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ,কেন্দ্রীয় কমিটির সদস্য , কমরেড চিত্তরঞ্জন চক্রবর্তী।
সভা শুরুর আগে বিভিন্ন জেলার কমরেড এবং মঞ্চে উপস্থিত যে সকল কমরেডরা ছিলেন, তাহারা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান। তাহার সাথে সাথেই প্যারেড এর মধ্য দিয়ে লাল স্যালাম জানান।
যে সকল কমরেড উপস্থিত ছিলেন এবং শিবদাস ঘোষ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন, তাহাদের দের মধ্যে ছিলেন, কমরেড রবি বাসু, রূপম চৌধুরী, অনিরুদ্ধ হালদার ,তপন সামন্ত, বিমল জানা ,অমিত বরণ দে, অসিত মন্ডল, অনুকূল ভদ্র, অংশুমান মিত্র ,সুব্রত বিশ্বাস, নিরঞ্জন নস্কর, বিপ্লব চন্দ্র, শুভঙ্কর চ্যাটার্জী, অংশুমান রায়, পিন্টু প্রতিহার, মণি নন্দী, নেপাল মিত্র সহ বহু কমরেড ও সদস্য।
প্রধান বক্তা কমরেড প্রভাস ঘোষের বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্কসবাদী চিন্তা নায়ক ও এস ইউ সি আই কমিউনিস্ট এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা কি ছিল। কীভাবে দলকে রক্ষা করেছিলেন এবং দলকে তৈরি করেছিলেন তার বর্ণনা দিলেন। প্রতিবছরের ন্যায় এ বছরও তাকে স্মরণ করে প্রয়াণ দিবস পালিত হল।
এর সাথে সাথেই বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কিভাবে দেশকে রক্ষার নামে ধ্বংসের পথে নামাচ্ছে। কিভাবে একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে, পেট্রোল-ডিজেল দুধ ভোজ্য তেল সহ নৃত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে বাড়ছে, গরিব মানুষদের পেটে কিভাবে লাথি মারছে ,কিভাবে বাড়ছে চাকরির হাহাকার, পরীক্ষায় ছেলে মেয়েরা পাস করে চাকরি পাচ্ছে না পথে বসে দিন গুনছেন। কিভাবে একের পর এক সরকারি জিনিস বেসরকারি হাতে চলে যাচ্ছে। ব্যাপক দুর্নীতি কিভাবে দেশকে গ্রাস করছে।
পাশাপাশি ১লা জুলাই থেকে কেন্দ্রে বিজেপি সরকার, ভারতীয় ফৌজদারি আইনকে পরিবর্তন করে, ন্যায় সংহিতার নামে আরো বেশি স্বৈরাতান্ত্রিক কঠোর ও দমনমূলক আইন চালু করেছে। তথাকথিত বড় বড় সংসদীয় দলগুলি এ সম্পর্কে সম্পূর্ণ নীরব বলে জানান, একমাত্র আমাদের দল এস ইউ সি আই কমিউনিস্ট, নির্বাচনের পরেই কেন্দ্র রাজ্যের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে গড়ে তুলেছে দুর্বার গণ আন্দোলন,
তাই কমরেড শিবদাস ঘোষ দেখিয়েছেন ,এই শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থায় নির্বাচনের মধ্য দিয়ে মানুষের মৌলিক সমস্যা সমাধান সম্ভব নয়, বিপ্লবের মধ্য দিয়ে এই পুঁজিবাদী ব্যবস্থার অমূল পরিবর্তন করে নতুন সমাজতান্ত্রিক সমাজ গঠন করার মধ্য দিয়ে একমাত্র শোষিত মানুষের যথার্থ মুক্তি অর্জন সম্ভব। কলকাতার ব্রিগেড প্যারেড গ্ৰাউন্ডে আয়োজিত সুবিশাল এই সুশৃংখল জনসমাবেশ প্রমাণ করে দিয়েছিল।
আজকে সমাবেশে বিভিন্ন জেলা থেকে, শয়ে শয়ে কমরেড সদস্য ও শ্রমজীবী মানুষরা উপস্থিত হয়েছিলেন। মস্তি সকলকে একটি লাল সালাম জানিয়েছেন।।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা