1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সরকারের পদত্যাগে যশোরে ব্যাপক ধ্বংসযজ্ঞ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোলাম ফারুক খোকন ভাই কে জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই আমির হোসেন পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন  গোলাম ফারুক খোকন ভাই কে জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই আবু বকর ছিদ্দিক খাল পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত কালিরছড়াসহ সব খাল উদ্ধার করা হবে, পাহাড়খেকোদের বিরুদ্ধে নেয়া হবে আইনি পদক্ষেপ গোপালগঞ্জ পৌরবিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ শেখ হাসিবুর রহমান সভাপতি – কবিরুল সম্পাদক, সহ ১০১ সদস্য বিশিষ্ট মোরেলগঞ্জে ৮০ জন নারী পেল বিনামূল্যে ল্যাপটপ ভালুকায় শিল্প কারখানার কর্মকর্তাদের সাথে প্রশাসনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইল গ্রেফতার সবার আগে বাংলাদেশ কনসার্টে নেটিজেনদের ৮৮% ইতিবাচক প্রতিক্রিয়া

সরকারের পদত্যাগে যশোরে ব্যাপক ধ্বংসযজ্ঞ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

হৃদয় হাসান (স্টাফ রিপোর্টার)

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির এক দফা এক দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৫ আগস্ট ২০২৪ দুপুর ১২ টার সময় রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে বোন শেখ রেহানা কে নিয়ে দেশ ছেড়েছেন।

উক্ত ঘটনা কে কেন্দ্র করে যশোরে বিকাল তিনটা থেকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। এসময় যশেরের কেশবপুরের সাবেক এমপি শাহিন চাকলাদার এর হোটেল জাবির ইন্টারন্যাশনাল এ আগুন দেয় এবং পার্কিং এ থাকা একটি প্রাইভেট কার ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হোটেল জাবিরে আটকা পড়া লোকজনকে হেলিকপ্টারে করে উদ্ধার করতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এছাড়া কাজী নাবিল আহমেদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, শহরের মনিহারে আওয়ামী লীগ অফিসে আগুন, আরবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শাহারুল ইসলামের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, শহরতলীর জামতলা মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ, আমদাবাদ বাজারে আওয়ামী লীগ নেতার লাঞ্ছিত করার ঘটনা, শহরতলির হামিদপুর বাজারে ব্যাপক ধ্বংসযজ্ঞ, মুড়লির মোড়ে ভাংচুর, শেখ হাসিনা সফটওয়্যার ও টেকনোলজি পার্কে হামলা, শহরের পালবাড়ি মোড় ও তার আশপাশের আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ও স্থাপনা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অনেকেই আহত ও নিহত হয়েছে। আহত ও নিহতের সঠিক সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব হয়নি।

এছাড়া যশোরের প্রতিটি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সাধারণ জনগণ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। তারা চায় খুব দ্রুতই যেন এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়।

শহরের সড়কে ও গ্রাম এলাকায় দুর্বৃত্তদের দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে মহড়ার দিতে দেখা যায়। এতে সাধারণ জনমনে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে। এ সকল ঘটনায় যশোরে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে পুলিশের টহল লক্ষ্য করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি