মোঃ মিনারুল স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এমন খবর শুনে রাস্তায় বের হওয়া শুরু করেন সাধারণ মানুষজন। এর সঙ্গে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন।
প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বগুড়ার সব শ্রেণী-পেশার মানুষ। ব্যানার-পতাকা মাথায় নিয়ে শহরের বাসিন্দারা ঘর ছেড়ে সাত মাথায় বিজয় মিছিল আর স্লোগানে যোগ দিচ্ছেন। বাঁধভাঙা আনন্দে শামীল হয়ে অনেকে বলছেন, দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার সুখবরে তারা রাস্তায় এসেছেন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দিবেন। এমন খবরে সকাল থেকে বগুড়া খানিকটা শান্ত হয়ে যায়। তবে রাস্তায় বিক্ষিপ্তভাবে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ছিলেন।
প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এমন খবর শুনে রাস্তায় বের হওয়া শুরু করেন সাধারণ মানুষজন। এর সঙ্গে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন।
দুপুরের পরে থেকে শহরের কলোনী, খান্দার, কলেজ বটতলা, ফুলবাড়ি, বিসিক, মাটিডালী, দত্তবাড়ি, ইয়াকুবিয়া মোড়, মফিজপাগলার মোড়, ঠনঠনিয়া, পলিটেকনিক, বনানী এলাকাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সাতমাথায় প্রবেশ করেন।
সব শ্রেণির মানুষ পবেশের কারণে বগুড়ার সাতমাথা জনসমুদ্রে পরিণত হয়। শহরের এই প্রাণকেন্দ্র দখলে নিয়ে শিক্ষার্থীসহ অন্যান্যরা শেখ হাসিনার বিরুদ্ধে নানান স্লোগান দেওয়া শুরু করেন। স্বাগত জানান সেনাবাহিনীর কর্মকাণ্ডকে। মিছিল আর স্লোগানকে স্বাগত জানান জেলার আপামর জনতা।