আজ ৬ই আগস্ট মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরের চন্দ্র কোনায় গোলা ও পেট কেটে খুন করার চেষ্টা স্বামীর। সকালবেলায় হঠাৎ ঘর থেকে চিৎকারের আওয়াজ পেয়ে এসে দেখে স্ত্রীকে কোপাচ্ছে স্বামী। চিৎকার শুনে গ্রামের মানুষ চলে আসায় প্রাণী বেঁচে যান স্ত্রী, খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার, চন্দ্রকোনা থানার এক নম্বর ব্লকের ,এক নম্বর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর চৌকান ক্যানালপার বসতি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফানি পুলিশ পুলিশ এসে আহত মহিলাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রেফার করা হয় আরামবাগ মহকুমা হাসপাতাল।
আহত মহিলার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে আহত মহিলার নাম পারভিন বিবি, স্বামীর নাম শহিদুল মল্লিক শ্রীনগর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে ,স্বামী স্ত্রী দুজনে রাত্রিবেলা শুয়েছিল তার মধ্যে দুজনের দ্বন্দ্ববাদে। এবং ভোরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গ্রামের লোকেরা স্বামীকে গাছে বেঁধে রাখেন, অন্যদিকে পুলিশ ঘটনার স্থলথেকে আহত মহিলার স্বামীকে আটক করে নিয়ে যায়, পুলিশ সূত্রে জানা গেছে ,ওই যুবকও নাকি তার নিজের গলা কেটেছে ,ওই যুবককে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে পুলিশ ,তবে ওই যুবক কি জন্য এরকম কাজ করছে তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি ,তদন্ত করে দেখছেন পুলিশ অফিসার।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস