আজ ৬ই আগস্ট মঙ্গলবার, ঠিক দুপুর বারোটায়, ডালহৌসি টেলিফোন ভবনের বিপরীতে, সি টি ও বিল্ডিং এর গেটের সামনে, আই এন টি টি ইউ সি উত্তর কলকাতা, টি এম সি ইউনিয়নের উদ্যোগে, কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির ফলে এক প্রতিবাদ জনসভা।
জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি এর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিধায়ক অশোকদেব, সভাপতি স্বপন সমাদ্দার সহ অন্যান্যরা,
কলকাতার বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ শ্রমিক এই জনসভায় উপস্থিত ছিলেন, জনসভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড জোরে বৃষ্টি হলেও কোন সদস্য মঞ্চ ছেড়ে যাননি।
কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধ নীতির ফলে, বিএসএনএল ঠিকা শ্রমিকদের বেতন হ্রাস, এবং অনৈতিকভাবে ২০০ থেকে আড়াইশো শ্রমিককে ছাঁটাই করা ও চাকরির মেয়াদ ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রতিবাদে আজকের এই সভা। তাহাদের মূল দাবি অবিলম্বে যেসকল শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে তাদেরকে পুনরায় বহাল করুক, এবং কোনোভাবেই শ্রমিকদের বেতন কমানো যাবে না এবং তাদের বয়সসীমা ৬০ বছর রাখতে হবে।
এর সাথে উল্লেখ করে বলেন, বাজেটের কথা মাথায় রেখে পুনরায় বিবেচনা করার জন্য, যদি বিবেচনা না করে, তাহলে আমরা আরও তীব্র আন্দোলনের পথে যাব, দেখবো কিভাবে ছাটাই করতে পারে। বাংলায় এইসব হতে দেব না, সাথে সাথেই তারা একটি ডেপুটেশন জমা দেন। তারাই জনসভার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিলেন, পুনরায় বিবেচনার কথা বারবার উল্লেখ করলেন। এবং যে সকল শ্রমিকরা উপস্থিত ছিলেন তাদেরকে একটা কথাই বললেন আমরা পাশে আছি, যতদূর লড়াই করার করব। ভোটের জন্য লড়াই বন্ধ ছিল, আবার আমাদের আয় থেকে শুরু হলো লড়াইয়ের পথ।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা