ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মঙ্গলবার সকালে ও সোমবার বিকেলে বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ হাজার হাজার নেতা কর্মী রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। সোমবার রাতে এসময় বিক্ষুপ্ত জনতা ভাঙ্গা বঙ্গবন্ধু হাইওয়ে এক্সপ্রেস টোলপ্লাজা, ট্রাফিক পুলিশ বক্স, আ-লীগ অফিস, সাদ্দাম, লাভলু মুন্সির বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। এছাড়া ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, ট্রাফিক পুলিশ সহ সকল পুলিশ কর্মবিরতি দিয়েছেন। থানার গেট বন্ধ করে পুলিশ তাদের হেফাজতের জন্য গা ডাকা দিয়ে বাসায় অবস্থান করেছেন।
বাড়ি ঘর ভাংচুরের বিষয় সাদ্দাম মুন্সি বলেন, মঙ্গলবার সকালে বিএনপির কিছু নেতা কর্মী আমার ও লাভলু মুন্সির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আমার ঘরের কিছু টাকা, স্বর্ন, ১৫০ শত মুরগী নিয়ে যায়। ভাঙ্গা থানায় ফোন দিলেও কোন পুলিশকে আসেন নাই। তারাও সমস্যায় আছেন বলে যেতে পারবেন না বলে জানান