আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মহা সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার অভিযানেও নেমেছে শিক্ষার্থীরা। বুধবার (০৭ আগষ্ট) সকাল ১১ থেকে পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের সংযোগ সড়ক পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের শিক্ষার্থী হাসিফ জানান, আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাস্তাঘাটের ময়লা-বর্জ্য পরিষ্কারে নেমেছি। এর পাশাপাশি রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা চাই আমাদের এ কাজ দেখে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুক। একটি সুন্দর পরিচ্ছন্ন সোনার বাংলা হয়ে উঠুক।’
সরজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ময়লা বর্জ্য পরিষ্কারে কাজ করেছেন শিক্ষার্থীরা দল বেঁধে। কেউ কেউ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার করছেন। কেউ কেউ ময়লা বস্তায় ভরে সড়কের একপাশে রাখছেন। কেউ বেলচা দিয়ে ময়লা বর্জ্য জমা করছেন। এ সময় তারা রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।
এ সময় মাওনা চৌরাস্তার আশেপাশে ফুটপাতের যেসব দোকানপাট বসে তাদেরকে নির্দিষ্ট বাজারে বসতে আহ্বান করেন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা জনাব আমিনুল ইসলাম এই সময় আমিনুল ইসলাম কে জিজ্ঞেসা করলে উনি বলেন আমাদের মাওনা চৌরাস্তার ঢাকা -ময়মনসিংহ।শ্রীপুর- মাওনা। মাওনা -ফুলবাড়িয়া যে মোড় গুলতে যে ফুটপাতের দোকান গুলি আছে সেগুলির জন্য সাধারণ মানুষদের হাঁটা চলাচল করা অনেক কষ্টদায়ক হয় তাই আমরা চাই এই ফুট পাত গুলো নিরসন হোক আর যাতে কেউ এই ফুটপাতে দোকান নিয়ে না বসে তাহলে একটি সুন্দর এবং শৃঙ্খলা শ্রীপুর মাওনা হবে উনি সুশীল সমাজ গড়তে ফুটপাত নিরসনের জন্য সকল শ্রেণী পেশা মানুষের কাছে এই আহ্বান জানান।