স্টাব রিপোর্টার::
গত কয়েক দিনের অসহযোগ আন্দোলনে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। তাহিরপুর উপজেলা জুড়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (৭ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার,জয়নাল আবেদিন কলেজ তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার্থীরা এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।পরিচ্ছন্নতা কলেজ, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।
শিক্ষার্থীরা সকালে প্রথমে এক জায়গায় জড়ো হন। পরে তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা কাজ শুরু করেন।
জয়নাল আবেদীন কলেজের সাবেক শিক্ষার্থী আবুল হাসনাত রাহুল জানান, বিগত কয়েক দিনের অসহযোগ আন্দোলনের কারণে তাহিরপুর উপজেলার বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তাই এই শহরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘তাহিরপুর উপজেলা ক্লিন’ নামের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ কর্মসূচি সফল করতে উপজেলার ছাত্ররা ঐক্য হয়ে একটি টিম গঠন করে তারা অংশগ্রহণ করেছেন,তাই তারা নিজেদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। যেহেতু শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে দেশের মানুষের বিজয় অর্জন হয়েছে। তাই সব শ্রেণি-পেশা ও সকল রাজনৈতিক দলসহ সাধারণ মানুষদের নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।