চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: আলু ক্রয় - বিক্রয় অভিযোগ সরব ব্যবসায়ী থেকে চাষিরা। ভিন রাজ্যের নাযাওয়ায় আলু নিয়ে বিপর্যয়েও ক্ষতিগ্রস্তে পড়ল ব্যবসায়ী থেকে চাষিরা। রাজ্যের হিমঘরের সেড গুলিতে পড়ে রয়েছে আলু। বেশ কয়েকদিন ধরে টলোমলো অবস্থায় রয়েছে আলু নিয়ে রাজ্যে পশ্চিমবঙ্গের আলুর বেচাকেনা কে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থেকে চাষিরা এবং ষ্টোর কর্তৃপক্ষ একদিকে প্রাকৃতিক দুর্যোগের বৃষ্টির সময়তে আলুর বর্ডার বন্ধ করে দিল রাজ্যে এমনটাই জানা গেছে ব্যাবসা দারদের কাছ থেকে। রাজ্যের হীমঘর গুলি খোলা থাকলেও ক্রয় বিক্রয় হচ্ছে না আলোর বন্ড বিপর্যয়ে রয়েছে। সব থেকে বেশি চাষী কারণ হলো কারোও রয়েছে রোগী হসপিটালে টাকার দরকার হলেও এই মুহূর্তে আলু বিক্রি করে কোন কাজে লাগাতে পারছে না কিছুতে ব্যবসায়ী থেকে চাষিরা ব্যবসা তাদের দাবি আলুর বর্ডার যদি না ছাড়ে, আলুর বন্ড কিনে লাভ কি রয়েছে। আলুর বন্ড নিয়ে আমরাই বা কি করব! তবে একটাই দাবি রাজ্য সরকারের কাছে যাতে করে বর্ডার কি খুলে দেওয়া হয় তাহলে ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবো ব্যবসায়ী থেকে চাচীরা এবং ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য অভিযোগ তুললেন হিমঘর কর্তৃপক্ষ চাষী এবং ব্যবসায়ীরা, এই বিষয় নিয়ে কি বললেন ব্যবসাদার এবং স্টোর কর্তৃপক্ষ।