মোঃ মাহাবুব আলম
বিশেষ প্রতিনিধি
সমগ্র বাংলাদেশ
১. প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে ১০০%
২. এয়ারপোর্টতে VIP সম্মান দিতে হবে ১০০%
৩. বিমানে টিকেট দাম কমিয়ে আনতে হবে ১০০%
৪. প্রবাসীর ফ্যামেলীর নিরাপত্তা দিতে হবে ১০০%
5. ১২ বৎসর পর অবশরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে।
৬, সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কাট করে দিতে হবে।
৭. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে।
৮. সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম সীমিত করতে হবে।
৯. শর্তহীন ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে।
সবার কাছে অনুরোধ রইল এটা নজরে আনার রাখার জন্য ধন্যবাদ সবাইকে।