মো লুৎফুর রহমান রাকিব
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে ছলে গেছেন গত ৫ আগস্ট। এর আগে-পরে দেশ ছেড়েছেন সাবেক অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপি। তবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনেকেই এখনো দেশে রয়েছেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অস্থিরতার মধ্যে গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট শেখ হাসিনার পতন পর্যন্ত ২৩ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন ৪৫ জন সাবেক মন্ত্রী-এমপি।
একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের বেশির ভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী এখনো দেশেই আছেন। তারা নিজেদের পিঠ বাঁচাতে আত্মগোপনে আছেন। বেশির ভাগেরই ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ। আবার অনেকের খোলা থাকলেও রিসিভ করছেন না।
কীভাবে দেশ ছেড়ে নিজেকে রক্ষা করবেন, সেই পথ খুঁজছেন কেউ কেউ। নিজেদের ওপর হামলা ঠেকাতে দেশে অবস্থানরত অধিকাংশ সাবেক সংসদ সদস্য এলাকা ছেড়ে ঢাকায় আশ্রয় নিয়েছেন