মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি,
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৮নং ভোগনগর ইউনিয়নে, এক স্কুল শিক্ষকের ধান ও সবজি ক্ষেতের তারকাটার বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা, গত ৮ই আগস্ট রাতে ৫ নং সুজালপুর ইউনিয়নের স্কুল শিক্ষক কামরুল হাসান জানান,পার্শ্ববর্তী এলাকা ভোগনগর মৌজায়,তার এক একর ৯৬ শতক জমি নিয়ে বর্গা চাষীর সাথে , ছোটখাটো গ্যাঞ্জাম তৈরি হয়,পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মীমাংসা করে দিয়ে, জমির সীমানা নির্ধারণ করে তারকাটার বেড়া তুলে দেওয়া হয়, পরে ওই জমির উপরে রোপন করা হয় ধান ও বেগুনের সবজি ক্ষেত,কিন্তু হঠাৎ ৮ই আগস্ট রাতে কে বা কাহারা এসে তার ক্ষেতের তারকাটার বেড়া ভেঙ্গে দিয়ে প্রায় আনুমানিক ৫০০০০ টাকার ক্ষতি করে পালিয়ে যায়, বিষয়টি সুস্থ তদন্ত করে আইনের কাছে বিচারের দাবি জানিয়েছেন,ভুক্তভোগী স্কুল শিক্ষক।