পঞ্চগড় জেলা প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে
এমন পরিস্থিতির সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে রাস্তায়। তারা পরিষ্কার করছে সড়কসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা। দক্ষ হাতে করছেন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ৷
এবার এসব শিক্ষার্থীদের দেখা গেছে বাজার মনিটরিং করতে। বুধবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।
তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে শিক্ষার্থীদের দোকানে টাঙ্গানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানান। শেষ হাতে তারা কাউকে চাঁদা না দিতে পরামর্শ দেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় বাজারে দ্রব্যমূল্য উদ্যগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেট কে দায়ী করেছেন তারা সেটি পর্যবেক্ষণ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থী হযরত আলী,রাগিব ইশরাক প্রেয়াস, মোক্তারুজ্জামান মোক্তার,জাকারিয়া আহমেদসহ বিভিন্ন শিক্ষার্থীরা।