ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে ৫ থানার কার্যক্রম। কয়েক দিন বন্ধ থাকার পর ঠাকুরগাঁওয়ে থানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁওয়ে সাতটি থানার মধ্যে পাঁচটি থানায় এরই মধ্যে সব ধরনের কার্যক্রম চালু হয়েছে।
শনিবার বিকেল দিকে ঠাকুরগাঁও থানায় গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও থানার মধ্যে অবস্থান করছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁওয়ে মোট সাতটি থানা রয়েছে। এরমধ্যে পাঁচটি থানায় কার্যক্রম ইতিমধ্যে চালু হয়েছে। বাকি দুই থানার কার্যক্রম ও খুব তাড়াতাড়ি শুরু হবে।