মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধার সাঘাটায় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাঘাটা সদর সহ ভরতখালী উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে এর আয়োজন করা হয়।
প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নীরবতা ও শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে একটি র্যালী উল্যাবাজার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিন শেষে গোল চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাঘাটা সদর সমম্বয়ক মুজাহিদ মুরাদ, মোস্তফা জাহিদ হাসান সৌরভ, ফাহিম ফাহিম হোসেন, তারক রহমান শরিফুল ইসলাম বোনার পাড়ার সমন্বয়ক তানভির হোসেন পায়েল, কাজী মিরাজ, মাজেদুল ইসলাম প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা জানান,আজকে বাংলাদেশের নতুন করে স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে,তার অবদান আমরা কখনোই ভুলব না আর ভুলার মত নয়। সারা বাংলাদেশ নয় বিশ্ববাসী মনে রাখবে। তাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশে আবারও নতুন ভাবে গড়ব সবাইকে নিয়ে।
যেখানে কোনো অনিয়ম বৈষম্য থাকবে না। আমরা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ দেখেনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলন দেখেছি। আমাদের জন্য জীবন উৎসর্গকারী এই বীরদের আমরা আজীবন স্মরণ করব,সম্মান জানাবো।