বিশেষ প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী হবিগঞ্জের আজমিরীগঞ্জে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করন ও সকলের জান মালের নিরাপত্তায় করনীয় বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১০ আগস্ট শনিবার দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টানে উপস্থিত থেকে সকলের সহযোগিতা কমনা করেন সেনাবাহিনী আজমিরীগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন নিয়ামুল চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদুর রশীদ ঝলক , এ্যাডভোকেট শাইজুল ইসলাম,,
বিএনপির যুগ্ম আহবায়ক মুশাররফ হোসেন বাবুল, বিএনপি নেতা ইসমাইল হোসেন সরস, উপজেলা যুবদলের সদস্য সচিব সজল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ভিপি ফখরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল হাই, খেলাফত মজলিস আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, হেফাজতে ইসলামের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহন মিয়া, ব্যাবসায়ী রাজু নাথ, শিক্ষক শুখন চন্দ্র সূত্রধর, পুজা উদযাপন কমিটির সম্পাদক বিপ্লব দেব, মিয়া ধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারন্নিতা হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের আইন সম্পাদক শরিফ চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক সিদ্দিকুর রহমান অভি প্রমুখ।