মিজানুর রহমান জেলা প্রতিনিধি (বগুড়া) :- দেশের এই ক্রান্তিলগ্নে সড়ককে নিরাপদ রাখতে যানজট নিরসনে টানা ৩য় দিনের মতো ধারাবাহিক সড়ক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (১০ আগষ্ট) মোকামতলা - জয়পুরহাট হাইওয়ে কিচক বন্দরে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে শৃঙ্খলায় ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। পাশাপাশি ছাত্র - ছাত্র শিবিরসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এ কর্মসূচি পালন করেন।
নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমার, যুব বিষয়ক সম্পাদক সামসুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম, ওমর ফারুক, জামায়াতে ইসলামী নেতা ফারুক হোসাইন প্রমূখ।
উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলগ্নে নিসচা'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিসচার সকল শাখা সমূহ একযোগে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় নিসচা শিবগঞ্জ শাখা কাজ করে যাচ্ছে। এই কাজ অব্যাহত থাকবে।