গত ৭/০৮/২০২৪ ইং বুধবার তালগাছী ছানোয়ার নামের ভাঙ্গুরী পট্রির কিছু মালামাল লুটপাট করার সময় উক্ত ভাঙ্গুরী পট্টির মালিক ছানোয়ারের আপন বোন জামাই ভাঙ্গুরী পট্টীতে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার সময় উক্ত লুটপাট করা দেখে এবং সেটি ভাঙ্গুরী মালিক ছানোয়ার হোসেন কে অবগত করলে ছানোয়ার সাহেব তার নিজের এলাকায় মুরীব্বীদের কাছে বিচার চাওয়াতে আওয়ামী লীগের ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মিয়ার ছেলে বোরহান ক্ষিপ্ত হয়ে আবু হানিফ (৫৫) নামে এক বয়স্ক ব্যক্তি কে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। মারা যাওয়া অবস্থায় তাকে বগুড়া হসপিটালে নেওয়া হয় পোস্টম্যাট করার জন্য। পরে লাশ এলাকায় পাঠালে নিজ কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ এক শান্তিশৃস্ট মানুষ তাঁর দুই ছেলে এক মেয়ে। গোপন সুএে জানা যায় বোরহান দীর্ঘ দিন যাবৎ গ্রামের অসহায় মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছে। তার কাছে নেশা জাতীয় কোনো কিছুর অসাধ্য নেই। তার ভাস্য আমি কোনো পুলিশ প্রশাসন দেখে ভয় পাই না। বোরহানের আর এক ভাই সালাউদ্দিন তিনি ও দীর্ঘ দিন যাবৎ সমস্ত নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছে এবং খোলা জায়গায় তিনি নেশার আসর দিয়ে ব্যাবসা চালায়। গ্রামের সকল সাধারণ মানুষের ভাষা এ যেন দেখার কেউ নেই। কোনো এক গোপন সুএে জানা যায় বোরহানের কাছে বোরহানের মা এবং বোন অসংখ্য বার ধর্ষণের শিকার হয় কিন্তু তারা কখনো কোনো দিন কোথায় কারো কাছে কোনো অভিযোগ প্রকাশ করেননি। বোরহান তালগাছী গ্রাম বা তার আশেপাশের গ্রামের দিনে দুপুরে হত্যার হুমকি দিয়ে চলাফেরা করছে। এতে গ্রামের সাধারণ মানুষ আইনী ভাবে বোরহানের ফাঁসির দাবী জানায়।
মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সকাল বিকাল রিপোর্টার