আজ রবিবার ১১/০৮/২০২৪ ইং জানা সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের মো: বুলবুল হোসেন আওয়ামী লীগের প্রভাবশালী হওয়াতে তার ছেলে মো: সালমান ফারছি আওয়ামী লীগ দলের ছাত্রলীগের কেডার নামে পরিচিত ছিল। সালমানের কর্মকাণ্ডে তার নিজের গ্রামবাসী ও আশেপাশের যে গ্রামগুলো আছে সেই সকল গ্রামের লোক সালমানকে যমের মত ভয় পাই তো। আজ রবিবার জানা যায় সে শাহজাদপুরে থাকা অবস্থায় দিনে দুপুরে মানুষ খুন করার জন্য চাকু, ও ধারালো অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে চলাফেরা করতো। ছেলেটা গত দুই তারিখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে গোপনে পালানোর জন্য ঢাকার উদ্দেশ্য রওনা হয়। এলাকাবাসী ও গ্রামবাসীর অনেক ক্ষতি করেছে। শাহজাদপুর উপজেলা বাসি এখন মাননীয় প্রশাসন মহোদয়ের কাছে জোরদার দাবি জানায় যে সালমানের মতো দাঙ্গাবাজ সন্ত্রাসী এলাকায় আসলে তাকে গ্রেফতার করার জন্য উদ্যক্ত আহ্বান এলাকাবাসী। এলাকাবাসী আরো বিস্তারিত বলেন যে আমরা অভিযোগ করতে সাহস পাই না কারণ যে কোন সময় যাকে তাকে মেরে ফেলানোর হুমকি ধামকি দিয়ে চলাফেরা করতো।
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সকাল বিকাল নিউজ রিপোর্টার