আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে উপজেলায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ (১১ আগস্ট) রোববার সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন বলে জানা যায়।
মারা যাওয়া দুইজন হলেন উজধারী (ঠাকুরপীর) গ্রামের মোছাঃমেরিনা আক্তার মিন্নি (৪৫), ও তার সপ্তম শ্রেনি পড়ুয়া মেয়ে মোছাঃ ইতি।
সরজমিনে গিয়ে জানা যায়, আজ সকাল থেকে অঝড়ো বৃষ্টি হলে মিন্নি ও তার মেয়ে ইতি মাঠে হাঁস নিতে গেলে বৃষ্টির সময় বজ্রপাতে তারা দুজনেই মারা যান এবং স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন।