মোঃরেজাউল করিম বিশেষ প্রতিনিধি।
টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা,হত্যা, নির্যাতন, অগ্নি সংযোগ, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে দাবি করে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
রবিবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে মির্জাপুর পৌর এলাকার বাইমহাটী কালী মন্দির থেকে এই বিক্ষোভ মিছিল বের করে মির্জাপুর শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার অন্তত দুই- তিন সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এর আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি ও ধর্মীয় জাতিগত সংখ্যালঘু মোর্চার মির্জাপুর উপজেলা কমিটি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার ( লালু সেন) বলেন, আমাদের মির্জাপুরে জাতিগত সৌহার্দ্য সম্প্রীতি বজায় রয়েছে। আমরা মির্জাপুর বাসীর কাছে কৃতজ্ঞ যেন আগামী দিনগুলোতে এই সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মির্জাপুর শাখার সভাপতি উত্তম কুমার ( লালু সেন), সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার মন্ডল, পূজা উদ্যাপন কমিটি মির্জাপুর শাখার সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজনে, সুজিত গোস্বামী ও অনিক গোস্বামী।