মোঃ রবিউল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে সুশীতল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে রবিবার (১১ আগস্ট) বৃক্ষ রোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে।
এতে ৩২ টি বিভিন্ন জাতের চারাগাছ রোপণ করা হয়েছে। বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হয়। পরবর্তীতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিরামপুর পৌর ছাত্র দলের আহবায়ক আমির হামজা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আমির হামজা বলেন, বৃক্ষ নিধন করে বাসস্থান তৈরির ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অক্সিজেনের মাত্রা যাতে বজায় থাকে সেজন্য আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি।