সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক উপ- প্রধানমন্ত্রী ডা: এম এ মতিনের ছেলে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম এ মুহিত কে বিশাল এক গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার ১১ আগস্ট দুপুরে ডঃ এম এ মুহিত ঢাকা থেকে শাহজাদপুরের উদ্দেশ্য আসলে প্রথমেই গাড়াদহ থেকে ৭ কিলোমিটার ব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা করে শাহজাদপুরে নিয়ে আসা হয়। পূর্বে ছিল বাধা ডাঙ্গা উৎসব। এ সময় ডঃ এম এ মোহিত গাড়িতে থাকা অবস্থায় জনতার উদ্দেশ্য বলেন স্বৈরাচারীর হাত থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। তবে আপনারা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করবেন। শান্ত সৃষ্ট থাকবেন কাউকে কোন রকম কষ্ট দেবেন না। এ দেশের প্রতিটা নাগরিকই আমাদের ভাই আমাদের আত্মীয়-স্বজন আমাদের পাড়া-প্রতিবেশী। তাই কারো সাথে কখনো খারাপ আচরণ করবেন না। তিনি আরো বলেন হিন্দু সম্প্রদায়ের ওপর যদি অত্যাচার ও নিপীড়ন করা হয় তাহলে আমরা তাকে ছাড়বো না। সে যে দলের ওই হোক না কেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর জব্বার , পৌর
বিএনপির সভাপতি আলহাজ্ব নওশেদ আলী , সাধারণ সম্পাদক মো: আইয়ুব আলী , সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী , বিএনপি নেতা আলাল হোসেনসহ নাম না জানা আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ডঃ এম এ মুহিত সকলের সুস্বাস্থ্য কামনা করে। সকলকে আবারও শান্তি সৃষ্ট থাকার পরামর্শ দিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি