মোঃ শফিয়ার রহমান ।।
খুলনার পাইকগাছায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অপপ্রচার করে বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক এসএম এনামুল হককে বহিস্কার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হিন্দু সম্প্রদায়ের হাজার- হাজার নারী-পুরুষ সোমবার বেলা১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয়।
এ সময় তারা বলেন সাবেক চেয়ারম্যান এনামুলের কারণেই আমরা পাইকগাছায় নিরাপদে আছি। পাইকগাছায় আমাদের উপর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অবিলম্বে তার বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।
এ সময় বক্তব্য রাখেন, কিশোর কুমার মন্ডল, জজ্ঞেস্বর কুমার মন্ডল, রমেশ মন্ডল, চৈতন্য মন্ডল, অশেষ মন্ডল, প্রশান্ত মন্ডল, অঙিত মন্ডল, দীপংকর সরদার, সন্তোষ কুমার মন্ডল, সুকুমার কবিরাজ, ডাঃ গোবিন্দ মন্ডল, শিবপদ মন্ডল, শৈলেন্দ্র নাথ মন্ডল, নির্মল চন্দ্র মন্ডল, ডাঃ নিত্যানন্দ মন্ডল, প্রভাষক সুজিত কুমার মন্ডল, পলাশ কুমার মন্ডল, কল্যাণী মন্ডল, মনি মালা, রীতা রাণী মন্ডল, মন্জুশ্রী মন্ডল, শ্যামলী সানা, কালিপদ মন্ডল, মাষ্টার জয়দেব চন্দ্র রায় ও পরিমল চন্দ্র সানা।