হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ।
বৈষম্য বিরুদ্ধী ছাত্র আনন্দোলন নারায়ণগঞ্জ সিদ্বিরগঞ্জ থানা সমন্বায়ক তন্ময় সরকার বলেন বাংলাদেশে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বৈষম্য সমন্বয় কোটা আন্দোলনের ডাকে শুরু হলো ধারাবাহিক আন্দোলন।
এই ছাত্রছাত্রীদের আন্দোলনের সাথে দুষ্কৃতকারীরা যুক্ত হয়ে আন্দোলনকারী বনে গিয়ে এলাকায় এলাকায় নাশকতা কর্মকাণ্ডে করে মা-বাবা ভাই বোনেকে নির্মম ভাবে নির্যাতন সহ ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের সকল কিছু ভাংচুর লুটপাটের কর্মকাণ্ড করে নিয়া যায় এবং আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে নির্মম ভাবে ধ্বংসের দিকে নিয়া যায় এই বাংলাকে ।
বাংলাদেশের ধ্বংসস্তুপের স্থানগুলো অবিকল ইসরাইলরা যেভাবে ফিলিস্তিনির মোসলমানদেরকে মেরে ধ্বংস করেছে তার কোনো অংশেই কমতি নেই আন্দোলনকারীদের হতে এই বাংলার রূপকে।
ছাত্রছাত্রীরা ১১,৮,২৪ ইং তারিখ রবিবার একত্রে হয়ে মাঠে-ময়দানে ওয়ার্ক করে খুজে খুঁজে ধ্বংসস্তুপগুলো বের করে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ডিউটি করছেন।ছাত্রছাত্রীদেরা নিজস্ব তহবিল থেকে পানি আর বিস্কুট খেয়ে দেশের জন্য জীবন দিয়ে কাজ করছেন এগিয়ে আসননি কোনো ধনি লোকেরা বা কোনো শরনার্থী ।
দেশের জন্য অনেকে করলেন ছাত্র/ ছাত্রিরা সত্যিই অসাধারণ দৃষ্টিতে আসার মতোই চিত্র।বাংলার ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবেন পাতায় পাতায় সকল সোনার শহীদ'দের শ্রদ্ধাকে স্বরণ করেই বেঁচে থাকবেন এই প্রজন্ম থেকে সকল প্রজন্মেই মাঠে-ময়দানে এভাবেই অক্লান্ত পরিশ্রমের কর্ম করে দেখিয়ে বুঝিয়ে দিলেন কাজ কিভাবে করে কাজকে সম্মান করো লুটপাট লুন্ঠন বন্ধ করে কাজকে বড়ো করে দেখো।
এই সকল উপস্থিত থাকা সোনার বাংলা সোনার ছাত্রছাত্রীরা নেমে পরলেন দেশের ও দেশের মানুষকে ভালোবেসে এই নির্মম ধ্বংসস্তুপের থেকে দেশকে বাঁচাতে দেশকে আবার নির্মাণ করতে এলাকায় এলাকায় রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ডিউটি দিয়ে গেলেন প্রতিনিয়ত দেশের এই বিপদে-আপদের এই ক্লান্তিলগ্নে এতো রোদ বৃষ্টি গরমে মধ্যেই উপস্থিতি থাকা সকলকেই ফ্রেমে বাঁধে রেখে দেওয়া হলো এই সোনার বাংলায় সোনার মা-বাবাগুলোর সৃতিটাকে রেখে দিলাম।
""দেশের জন্য যারা দিয়ে গেলো প্রাণ ভুলিনি আমরা,ভুলিনি আমরা। যাহারা উপস্থিত এই বীর সৈনিকদের প্রতি রইলো লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম।
সিদ্বিরগঞ্জে আতঙ্কের আরেক নাম শিতলক্ষা নদীর তীরে অবস্তিত মনোয়ারা জুট মেল সহ আটি ওয়াপদা কলোনী, এলাকাবাসী ও বৈষম্য বিরুদ্ধী ছাত্র আনন্দোলন সিদ্বিরগঞ্জের ছাত্র / ছাত্রী দের। উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।