মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বর্তা জামিয়া আশরাফিয়া হামিউস্ সুন্নাহ্ মাদ্রাসায় সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে জন্মদিন পালন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন, আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, সাংবাদিক মাইনউদ্দিন, কায়সার আহমেদ কাজল প্রমুখ। এছাড়াও এ সময় উপজেলা বিএনপি পৌর বিএনপি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত এ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। এসময় দেশ ও জাতীর মঙ্গল কামনা করা হয়।