হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটে আইন-শৃংখলা রক্ষায় কাজ করছে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। বাগেরহাটের ৯ টি থানা সহ পুলিশের সবকটি ইউনিট পুরো দমে কাজ শুরু করেছে। সোমবার (১২ আগষ্ট) সকালে বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ টহল দেয় এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। শহরের গুরুত্তপূর্ন স্থানে দাড়িয়ে রাষ্ট্রীয় সম্পদ আইন-শৃংখলা রক্ষায় সকলকে ১(এক) সাথে কাজ করার জন্য আহবান জানান । আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে শিক্ষার্খীরা মোড়ে মোড়ে দাড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে। এসময় ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদের ২ থেকে ৫ মিনিট দাড়িয়ে রাখতে দেখা গেছে।
শিক্ষার্থী সামিয়া রহমান বলেন, পুলিশ যখন মাঠে তাদের দায়িত্ব পালন করেনি তখন শিক্ষার্থীরা কাজ করেছে। সকলে মিলে মিশে একটি সুন্দর রাষ্ট্র গঠনে কাজ করছে।
বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, বাগেরহাটের ৯(নয়)টি থানা সহ পুলিশের সকল ইউনিট কাজ শুরু করেছে। ইতিমধ্যে নিয়মিত টহল সহ পুলিশের সকল কাজ পুরোদমে চালু রয়েছে। আইন-শৃংখলা পুনরুদ্ধারে পুলিশ ও জনগন এক সাথে কাজ করতে হবে। সকলের সহযোগীতায় সুন্দর একটি বাগেরহাট গড়ার আসা করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।