আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।
পাটগ্রাম উপজেলা সকল স্বেচ্ছাসেবী সদস্য, এবং ছাত্র-ছাত্রী
ভাই বোনরা, একত্রিত হয়ে এক সঙ্গে পাটগ্রাম পৌরসভার বাজার রাস্তাঘাট সহ বিশেষ বিশেষ স্থানে, পরিষ্কার ও পরিচ্ছন্নতা করে, স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে আনতে সকলেই কাজ করেছেন।
আজ নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে ধারন করে পরিস্কার পরিচ্ছন্ন, ও রাস্তায় যানজট নিরশনে ভূমিকায় যাঁরা কাজে নামছেন, তাদের”কে কৃতজ্ঞতা ও শুভকামনা।
টিম নিয়ন্ত্রণ করেছেন সেচ্ছাসেবী সদস্য:
১। সম্রাট হোসেন
২। নুর নবী ইসলাম আধল
৩। সুমন/Nill Samrat
৪। মাসুদ রানা
৫। সাঈদ আহমেদ রিয়াছাত
৬। যুবাইর ইসলাম লাবু
৮। বিপুল ইসলাম বির্ধান
৯। আলমগীর হোসেন
আরো অনেকে।
দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আগামীতে কোন প্রকারের অরাজকতা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন যেন না হয় সেইদিকে সকল”কে লক্ষ্য রাখার আহ্বান জানাই।
আমরা সেচ্ছাসেবী”রা স্বপ্ন দেখি পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গর্ব, এই দেশকে যে অবস্থায় পেয়েছি তার থেকে সুন্দর অবস্থায় রেখে যাবো!
ইনশাআল্লাহ।